চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে ১১ টন নকল জার্সি জব্দ

তল্লাশিতে স্পেনসহ ইউরোপের বেশ কয়েকটি বড় ফুটবল ক্লাবের নকল জার্সির ১১টন ওজনের চালান জব্দ করেছে স্পেনের পুলিশ।  সেই সঙ্গে নকল বিলাশবহুল ঘড়ি চামড়াজাত পণ্য ও ইলেকট্রনিক্স পণ্যও বাজেয়াপ্ত করা হয়েছে।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার (১ জুন) চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার লড়াইয়ে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড। জার্মানিতে আগামী ১৪ জুন মাঠে গড়াবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এই দুই টুর্নামেন্টকে সামনে রেখে এসব জার্সি বিক্রির জন্য স্পেনে নিয়ে আসা হয়।

শুক্রবার স্প্যানিশ পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৫টি ভারী লরিতে তল্লাশি চালিয়ে জার্সিসহ অন্যান্য নকল বিলাসবহুল ঘড়ি, চামড়াজাত ও ইলেকট্রনিক্স পণ্য পাওয়া গেছে। যার আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ ইউরোরও বেশি। 

এর আগে এপ্রিলে চীন থেকে পাঠানো স্প্যানিশ ক্লাবগুলোর দুই টন নকল জার্সি জব্দ করে পুলিশ। এরপর থেকে তদন্ত শুরু করে তারা। পুলিশ জানতে পারে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল এবং ইউরোর আগে একটি বড় চালান স্পেনে আসছে। ২০ জনেরও বেশি এজেন্ট নিয়ে একটি অপারেশন চালায় তারা।

পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেসহ বেশ কয়েকজন স্প্যানিশ তারকার নাম লেখা স্পেন ও ইউরোপের বেশ কয়েকটি ফুটবল ক্লাবের ৩৬ হাজার ৫০০ নকল জার্সি জব্দ করতে সক্ষম হয় পুলিশ। উদ্দেশ্যে ছিল এসব নকল জার্সি স্ট্রিট কমার্স এবং অনলাইনের মাধ্যমে বিক্রি করা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news