যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের সিরিজ হারাটা অঘটন ছিলো না: অশ্বিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ও শেষ ম্যাচে দ্বিতীয় সারির যুক্তরাষ্ট্রকে হারিয়েছিলো অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করেন, যুক্তরাষ্ট্রের সেই সিরিজ জয় অঘটন ছিল না।

রোববার (২ জুন) বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে রিতীমতো উড়িয়ে দিয়েছে আয়োজক যুক্তরাষ্ট্র। ১৯৪ রান তাড়া করে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। ৪০ বলে ১০ ছক্কায় অপরাজিত ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলেন অ্যারন জোন্স। -

সোশ্যাল মিডিয়ায় যুক্তরাষ্ট্রের প্রশংসা করে অশ্বিন লিখেছেন, অ্যারন জোন্স যিনি সিয়াটল অরকাসের হয়ে খেলে। আজ সে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীতে বিশ্বকাপের প্রথম ম্যাচ রাঙিয়ে দিল। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রও দেখিয়ে দিল, বিশ্বকাপের আগে কেন তারা বাংলাদেশের হারাতে পেরেছিল।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news