সুপার ওভারের জয়ে নামিবিয়ার শুভ সূচনা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে নামিবিয়া ও ওমান ম্যাচ নিয়ে আগ্রহী হওয়ার মতো ক্রিকেট প্রেমী খুব বেশি ছিল না। থাকার কথাও নয়। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ঠিকই লো স্কোরিং ম্যাচ হয়েছে তবে এটি অনেকেরই আগ্রহ কেড়ে নিয়েছে। ম্যাচটি সুপার ওভারে নিষ্পত্তি হয়েছে। জয় পেয়েছে নামিবিয়া। ২০২১ সালের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ওঠা নামিবিয়া এ জয়ে এবারের বিশ্বকাপে শুভ সূচনা করলো।

১০৯ রানে টাই হওয়া ম্যাচে সুপার ওভার শেষে জয় পেয়েছে নামিবিয়া। সুপার ওভারে নামিবিয়া আগে ব্যাট করে বিনা উইকেটে ২১ রান করে। জবাবে ওমান ১ উইকেটে ১০ রান করে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সর্বশেষ সুপার ওভার হয়েছিল ২০১২ সালে। এ ম্যাচে অংশ নিয়েছিল নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। 

নামিবিয়া টসে জয় পেয়ে ওমানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। প্রতিপক্ষের আমন্ত্রণটা ঠিক ভালোভাবে নিতে পারেনি ওমান। শুরুর ধাক্কা সামলাতে পারেনি তারা। স্কোরশিটে রান ওঠার আগেই দুই ব্যাটার আউট হয়ে যান। কাশিপ প্রজাপতি ও আকিব ইলিয়াস বিনা রানে আউট হন। উভয়ে একটি করে বল খেলার সুযোগ পান। ফলে শূন্য রানে দুই উইকেট হারায় তারা। সব মিলিয়ে ১০ রান করতেই ওমান তিন উইকেট হারায়।

শুরুর ধাক্কা সামলে উঠে ওমানের মিডল অর্ডার ব্যাটাররা কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। বিশেষ করে খালিদ কাইল ৩৪ রান করেন। এছাড়া জিশান মাকসুদ ২২ , আয়ান খান ১৫ ও শাকিল আহমেদ ১১ রান করেন। অন্য কোনো ব্যাটার দুই অংকের রানে পৌঁছাতে পারেননি।

নামিবিয়ার রুবেন ট্রাম্পপেলমান ও ডেভিড উইজি ছিলেন সফল বোলার। রুবেন ৪ উইকেট পান। ডেভিডের সংগ্রহ ছিল তিন উইকেট।

ওমানের তুলনায় নামিবিয়ার শুরুটা ছিল দারুণ। বিশেষ করে দ্বিতীয় উইকেট জুটিতে সহজ জয়ের একটা সম্ভাবনা তৈরি করেছিল। এ জুটিতে নিকোলাস ডাভিন ও ইয়ান ফ্রাইলিঙ্ক ৪২ রানের জুটি গড়েন। নিকোলাস ২৪ রান করেন, ফ্রাইলিঙ্কের সংগ্রহ ৪৫ রান। মাত্র ৪৮ বলে ৬ বাউন্ডারিতে তিনি এই রান করেন। কিন্তু ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নামিবিয়া খেলা থেকে দূরে সরে যেতে থাকে। শেষ দিকে ৯ রানে তারা চার উইকেট হারিয়ে তারা পথ হারিয়ে ফেলে। জয়ের জন্য শেষ ওভারে তাদের দরকার ছিল মাত্র ৫ রান। কিন্তু তারা তা করতে পারেনি। ১০৯ রানে থেমে যায় তারা। ফলে ম্যাচ নিষ্পত্তির জন্য সুপার ওভারে গড়ায়।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news