রিয়ালের সঙ্গে চুক্তি এমবাপ্পের
কাগজে কলমে কিলিয়ান এমবাপ্পে এখনো প্যারিস সেন্ত জার্মেইয়ের। তবে তার মন এখন আর ফ্রান্সের এই ক্লাবটিতে নেই। মনে প্রাণে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে গেছেন। কাগজ পত্রে স্বাক্ষরের কাজ শেষ। এখন আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
ঘোষণার জন্য অবশ্য কমপক্ষে ১ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। কেননা চুক্তি অনুসারে আগামী ৩০ জুন পর্যন্ত এমবাপ্পে প্যারিস সেন্ত জার্মেইয়ের। আগামী ১ জুলাই স্প্যানিশ লিগ ফুটবলে দলবদল শুরু হবে। আর সেদিনই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। তবে এর আগেও ঘোষণা দিতে পারে রিয়াল মাদ্রিদ। ইউরো ২০২৪ শুরুর আগেই আগামী সপ্তাহে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কথা ঘোষণা করতে পারে।
গত ফেব্রুয়ারিতে এমবাপ্পে মৌখিকভাবে রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা জানান। গত মাসে তিনি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন।
২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এমবাপ্পে ২০১৭সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে যোগ দেন। ফ্রান্সের ক্লাবের হয়ে ২৫৬ গোল করা এমবাপ্পে চুক্তি অনুসারে ২০২৯ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলবেন। এই চুক্তির ফলে এমবাপ্পে এখন লুকা মদরিচের সঙ্গে জুটি বাঁধবেন। ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন করে এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


