বিশ্বকাপে নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে থাকছে স্নাইপার

মাত্র পাঁচ মাসে ৩০ মিলিয়ন ডলার ব্যয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম তৈরী করা হয়েছে। চলমান আসর শেষে স্টেডিয়ামটি আবার সরিয়ে নেওয়া হবে। তবে স্টেডিয়ামটিকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে নিউইয়র্ক পুলিশ।

এমনকি ম্যাচের সময় মাঠের চারপাশে গোপনস্থানে ওঁৎ পেতে থাকবেন স্নাইপাররা। মূলত বিশ্বকাপকে ঘিরে জঙ্গি হামলার হুমকি দেওয়া হয়েছে। নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো যেন অঘটন ছাড়াই সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখতে অভিযান চালাবে পুলিশ।

নিরাপত্তা ব্যবস্থায় বিশেষজ্ঞ স্নাইপারদের নিয়ে নিয়োজিত থাকবে আইন প্রয়োগকারী দল সোয়াট টিম। টুর্নামেন্ট নির্বিঘ্নে শেষ করতে নিউইয়র্ক পুলিশ, এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি টিম ও অন্যান্য সংস্থার সঙ্গে একযোগে কাজ করছে নাসাউ পুলিশ। 

সম্ভাব্য ড্রোন হামলা মোকাবিলায় মাঠে পাশে থাকা পার্কটিতে জনসাধারণের প্রবেশ বন্ধ থাকবে আগামী ৮ দিনের জন্য। খেলা দেখতে আসা দর্শকদের কঠিন নিরাপত্তা বলয় পাড়ি দিয়ে স্টেডিয়ামে ঢুকতে হবে।

নিউইয়র্কের সদ্য তৈরি হওয়া ৩৪ হাজার দর্শক আসনের স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের আটটি ম্যাচ। এরমধ্যে চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াইও এই স্টেডিয়ামে হবে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news