উগান্ডাকে উড়িয়ে আফগানিস্তানের শুভ সূচনা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে শুভ সূচনা করেছে আফগানিস্তান। মঙ্গলবার প্রভিডেন্সে অনুষ্ঠিত 'সি' গ্রুপের খেলায় প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা উগান্ডাকে ১২৫ রানে হারিয়েছে। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান করে। জবাবে উগান্ডা সব উইকেট হারিয়ে ৫৮ রান করে। 

আফ্রিকা অঞ্চল থেকে বাছাই পর্ব পার হওয়া উগান্ডার এটাই ছিল বিশ্বকাপের প্রথম ম্যাচ। নিজেদের ক্রিকেট ইতিহাসে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে লজ্জায় ডুবেছে দলটি। গড়েছে নিজেদের সর্বনিম্ন রানের স্কোর। এর আগে উগান্ডার সর্বনিম্ন স্কোর ছিল ৯ উইকেটে ৮৭ রান। এ বছরের ২১ মার্চ নামিবিয়ার বিপক্ষে এ রান করেছিল তারা। 

ম্যাচে এমন পরিস্থিতি হবে এটাই প্রত্যাশিত ছিল। কেননা বিশ্ব ক্রিকেটাঙ্গনে দুই দলের অবস্থা ভিন্ন মেরুতে। আফগানিস্তান এখন শক্তিশালী দলগুলোর একটি। অন্যদিকে উগান্ডা বিশ্ব ক্রিকেটে একেবারেই নবাগত। তারপরও তারা বল হাতে বেশ ভালোই সাফল্য দেখিয়েছে। তবে ব্যাটাররা লজ্জায় ডুবিয়েছে। ক্রিজে আসা যাওয়ার লড়াইয়ে ছিলেন তারা।

আফগান পেসার ফজলহক ফারুকী উগান্ডা ইনিংসে প্রথম ধ্বসটা নামিয়ে দেন। দ্বিতীয় বলেই তিনি বোল্ড করেন ওপেনার রোনাক প্যাটেলকে। অথচ প্রথম বলকে সীমানা পার করে তিনি ব্যাটিংয়ের সূচনা করেছিলেন। ফজলহক তার তৃতীয় বলে পেয়ে যান দ্বিতীয় উইকেট। সম্ভাবনা তৈরি হয় হ্যাটট্রিকের। শেষ পর্যন্ত তা হয়নি, তবে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন। ৪ ওভারে ৯ রানে এই ৫ উইকেট নেন তিনি।

উগান্ডার বাকি ৫ উইকেট ভাগাভাগি করেছেন নাভিন উল হক, রশিদ খান ও মুজিবুর রহমান। নাভিন ও রশিদ দুটো করে উইকেট নেন।

উগান্ডার দুই ব্যাটার রিয়াজাত আলী শাহ (১১) ও রবিনসন উবুয়া (১৪) দুই অঙ্কের রান করেন। অন্যরা ব্যক্তিগত সংগ্রহকে দুই অংকের রানে নিতে পারেননি।

উগান্ডার আমন্ত্রণে ব্যাট হাতে নেমে আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান রান উৎসব করেছেন। এই দুই ব্যাটার প্রথম উইকেট জুটিতে ১৫৪ রান করে। উভয়ে হাফ সেঞ্চুরি করেছেন। গুরবাজ ৪৫ বলে ৭৬ রান করেছেন। আর জাদরান ৪৬ বলে করেছেন ৭০ রান।

গুরবাজ ও জাদরানের বিধ্বংসী ব্যাটিংয়ে উগান্ডার বোলাররা চোখে সর্ষেফুল দেখতে শুরু করে। গুরবাজ চারটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ইনিংসটি সমৃদ্ধ করেছিলেন। অন্যদিকে জাদরান তার ইনিংসে ৯টি বাউন্ডারি মেরেছিলেন। তার ইনিংসে একটি ওভার বাউন্ডারি ছিল।

শেষ দিকে এসে আফগানিস্তানের ব্যাটিং লাইনে ধস নামান উগান্ডার বোলাররা। মাত্র ১৫ রানে ৪ উইকেট তুলে নেন তারা। ১৫৪ রান থেকে ১৬৯ রানে যেতে ইব্রাহিম জাদরান (৭০), গুরবাজ (৭৬), নাজিবুল্লাহ জাদরান  (২) ও গুলবদিন নাইব (১৪) কে হারায়। তবে জাদরান ও গুরবাজের চমৎকার ব্যাটিংয়ে তারা ভালো একটা সংগ্রহের ভিত্তি পেয়ে যায়। যার ওপর ভর করে তারা ১৮৩ রান জমা করে।

উগান্ডার ব্রায়ান মাসাবা ও কসমস কেয়ুতা দুটো করে উইকেট নেন। এছাড়া আলপেশ রামজানি একটি উইকেট নেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news