বুধবার অনুশীলনের পর শ্রীলঙ্কার ম্যাচে তাসকিনের খেলা নিয়ে জানাবে বিসিবি
বাংলাদেশ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করবে আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। এই ম্যাচের আগে টাইগার দলের অন্যতম পেসার তাসকিন আহমেদের ইনজুরি বড় ধাক্কা দিয়েছে বাংলাদেশ দলের।
এদিকে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম। যার ফলে ৬টি সেলাই করতে হয়েছে তার হাতে। এতে করে তাকে লঙ্কানদের বিপক্ষে পাওয়া যাচ্ছে না বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অপরদিকে একটি সুসংবাদও দিয়েছে বিসিবি। ইনজুর থেকে ফেরার লড়াই চালিয়ে যাওয়া তাসকিন আহমেদ প্রথম ম্যাচ থেকেই থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান তাসকিন। সেখান থেকে মোটামুটি সেরে উঠেছেন তিনি।
সোমবার (৩ জুন) লঙ্কান ম্যাচকে সামনে রেখে পুনর্বাসনের অংশ হিসেবে বোলিং অনুশীলন করেছেন তাসকিন। পরে তার সর্বশেষ অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি ফিজিও বায়েজিদ ইসলাম।
তিনি জানান, তার আরেকটা বোলিং সেশন করাবো ৫ (বুধবার) তারিখে। সেটা যদি আউটডোরে করাতে পারি তাহলে অনেক ভালো। আর তখন সে ফুল রানআপ ফুল পেসে বল করবে। তাই ওই সেশনটা দেখার পর আমরা ক্লিয়ারলি বলতে পারব যে সে শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে কি খেলছে না।
শ্রীলঙ্কা ম্যাচের আগে তাসকিনের সেরে উঠার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বায়েজিদ। তিনি বলেন, তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না। তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি, ৭ জুনের মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি