আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি শক্তিশালী ভারত ও আয়ারল্যান্ড। আলোচিত ড্রপ ইন পিচের এ লড়াই দেখার জন্য অপেক্ষায় ক্রিকেটভক্তরা। এই ম্যাচে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

খেলাটি শুরু হবে বুধবার (৫ জুন) নিউইয়র্কে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ‘এ’ গ্রুপের উভয় দলের প্রথম ম্যাচ এটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আয়োজনের চ্যাম্পিয়ন দল ভারত। ২০০৭ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর দলটি ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে আর শিরোপার দেখা পায়নি। অবশ্য এর মাঝে এক দশক আগে ২০১৪ সালে ফাইনালে ওঠেছিল। কিন্তু শ্রীলঙ্কার কাছে শিরোপা খুইয়ে ছিল তারা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news