ধোনীকে টপকে গেলেন রোহিত শর্মা

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টি-টোয়েন্টি ক্রিকেটে চার হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন। বিশ্বকাপে এক হাজার রান করেছেন। ক্রিকেটের এই ক্ষুদ্র সংস্করণে ওভার বাউন্ডারির সংখ্যা ছয়শ করেছেন।

রোহিত শর্মার কীর্তি এখানে শেষ নয়। সফল অধিনায়ক হিসেবে সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনীকেও ছাড়িয়ে গেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে জয়ের মাঝ দিয়ে রোহিত শর্মার অধীনে ভারত টি-২০ ক্রিকেটে ৪২তম জয়ের দেখা পেয়েছে। ৫৫ ম্যাচে এই ৪২ জয়ে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। এর মাঝ দিয়ে তিনি টপকে গেছেন মাহেন্দ্র সিং ধোনীকে। সাবেক এ অধিনায়ক ৪১টিতে জয় পেয়েছিলেন। এ জন্য অবশ্য তাকে অনেক বেশি ম্যাচে নেতৃত্ব দিতে হয়েছিল। ৭২ ম্যাচে তিনি ৪১ জয়ের দেখা পেয়েছিলেন।

রেকর্ড গড়ার এ ম্যাচ সত্ত্বেও হাসি নেই রোহিত শর্মার মুখে। যদিও ম্যাচ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, খেলেছেন ৫২ রানের ঝলমলে ইনিংস। তবে শেষ সময় পর্যন্ত মাঠে থাকতে পারেননি। আহত হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news