বরিশালে ভারত ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

বাংলাদেশের দক্ষিণ অঞ্চল বরিশালে ১৯৬৬ সালে নির্মাণ করা হয়েছিল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম। ৫৫ বছরের মধ্যে এখন পর্যন্ত একটিও আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়ায়নি। তবে অবশেষে সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে বরিশালের ক্রীড়া সংগঠকদের। আগামী বছরের সেপ্টেম্বরে এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ নারী দলের ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ।

যেখানে অংশ নিবে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। তাই আন্তর্জাতিক মানের ভেন্যু তৈরি করতে সব ধরণের চেষ্টা করছে কতৃপক্ষরা। স্টেডিয়ামের উইকেট থেকে শুরু করে মাঠ, ম্যাচ অফিসিয়াল, ড্রেসিংরুম, পাঁচতলা প্যাভিলিয়নসহ সব কিছুতেই থাকবে আধুনিকায়নের ছোঁয়া।

সংশ্লিষ্ট সূত্র আরও জানা যায়, টি-টোয়েন্টি, ওয়ানডে ও তিন দিনের তিনটি খেলা অনুষ্ঠিত হবার কথা রয়েছে এই মাঠে। প্রতিষ্ঠার দীর্ঘ ৫৫ বছর পর দেশের দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামটি আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপান্তরিত হতে যাচ্ছে। 

এ বিষয়ে সাবেক ক্রিকেটার, প্রশিক্ষক ও বর্তমান জেলা ক্রিকেট টিমের ম্যানেজার মাহাবুবুর রহমান মনু বলেন, ১৯৬৬ সালে নির্মিত এই স্টেডিয়ামটিতে জাতীয় ও আন্তর্জাতিক খেলা বা ম্যাচ না হওয়ায় আক্ষেপ ছিল বরিশালের ক্রীড়া সংগঠকদের। এবার অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছড়িয়ে পড়ার সাথে সাথে বরিশালের স্থানীয়রা দারুণভাবে উচ্ছ্বাসিত। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news