ওমানের বিপক্ষে ৩.১ ওভারে জয় ইংল্যান্ডের

প্রথম দুই ম্যাচে সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। এ অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। তবে তৃতীয় ম্যাচে ওমানকে উড়িয়ে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে চ্যাম্পিয়নরা। সম্ভাবনা তৈরি করেছে সুপার এইটে খেলা। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে ৮ উইকেটে ওমানকে হারিয়েছে ইংল্যান্ড। ৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৯ বলে জয় তুলে নিয়েছে ইংলিশরা।

আগে ব্যাট করে ওমান ১৩.২ ওভারে মাত্র ৪৭ রানে অল আউট হয়েছিল। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দুই উইকেট হারিয়ে ইংল্যান্ড ৩.১ ওভারে জয় তুলে নেয়।

এ জয়ের ফলে ইংল্যান্ড ৩ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া শীর্ষে। ৫ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড রয়েছে দ্বিতীয় স্থানে।

টস জয়ের ইংল্যান্ড প্রতিপক্ষ ওমানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাট হাতে নেমেই ইংলিশ বোলারদের তোপে পড়ে ওমানের ব্যাটাররা। অবস্থা এতটাই নাজুক হয় যে শোয়াইব খান ছাড়া অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। শোয়াইব ১১ রান করেন। অতিরিক্ত ৪ রান নিয়ে ওমানের সংগ্রহ দাঁড়ায় ৪৭। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা দ্বিতীয় সর্বনিম্ন রান। সবচেয়ে কম রান করেছে উগান্ডা। ৮ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯ রান করেছিল তারা।

ওমানের ১০ উইকেট জোফ্রা আর্চার, মার্ক উড ও আদিল রশিদ ভাগাভাগি করে নেন। রশিদ নেন চার উইকেট। আর্চার ও উড তিনটি করে উইকেট পান।

জবাবে ফিল সল্ট (১২) উইল জ্যাকসের (৫) উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news