গুয়েতেমালার বিপক্ষে শুরুর একাদশে মেসি

কোপা আমেরিকার আগে শেষ প্রীতি ম্যাচে শুক্রবার মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গুয়েতেমালা তাদের প্রতিপক্ষ। বাংলাদেশ সময় ভোর ছয়টায় শুরু হবে ম্যাচটি।

কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুটো প্রীতি ম্যাচ খেলছে। এর আগে ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে তারা। সে ম্যাচে আনহেল ডি মারিয়ার গোলে জয় পায় আর্জেন্টিনা। 

ইকুয়েডরের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন মেসি। তবে গুয়েতেমালার বিপক্ষে ম্যাচের শুরুতেই মাঠে থাকবেন আর্জেন্টিনার অধিনায়ক। দলটির কোচ লিওনেল স্ক্যালোনি এ তথ্য জানিয়েছেন। 

আর্জেন্টিনা ও গুয়েতেমালা চতুর্থবারের মতো মুখোমুখি হচ্ছে। ছয় বছর পর এবারই প্রথম মুখোমুখি তারা। আগের তিন লড়াইয়ে আর্জেন্টিনা দুইবার জয় পেয়েছে। একটা ম্যাচ ড্র হয়েছে। আর্জেন্টিনা তিন ম্যাচে সাত গোল করেছে। গুয়েতেমালা এখনো পর্যন্ত একবারো প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি।

দুই দলের মধ্যে র‌্যাংকিংয়ে ব্যাপক পার্থক্য। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা র‌্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে ‍গুয়েতেমালার র‌্যাংকিং ১০৮।

ম্যাচে মাঠে নামার আগে উভয় দলের মাঝে দারুণ একটা মিল রয়েছে। আর্জেন্টিনা তাদের শেষ চার ম্যাচে অপরাজিত। গুয়েতেমালাও সর্বশেষ চার ম্যাচে অপরাজিত। কিন্তু উভয় দলই পঞ্চম ম্যাচে হেরেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news