শেষ ওভারে হৃদয় ভাঙ্গলো নেপালের

পারলো না নেপাল। তীরে এসে তরী ডোবালো তারা। হৃদয় ভাঙ্গলো নেপালের। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে ১ রানে হেরে গেছে এশিয়ার দলটি। ৭ উইকেটে দক্ষিণ আফ্রিকার করা ১১৫ রানের জবাবে নেপাল ১১৪ রানে থেমে যায়।

শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল নেপাল। শেষ ওভারে তাদের দরকার ছিল ৮ রান। তৃতীয় বলে গুলশান ঝা বাউন্ডারি মেরে সেই সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছিলেন। পরের বলে দুই রান নেন। ফলে শেষ দুই বলে ২ রানে দরকার হয়। কিন্তু আর কোনো রান নিতে পারেননি ঝা। টাই করার জন্য শেষ বলে দৌড়ে এক রান নেওয়ার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত রান পূর্ণ হয়নি। ফলে হৃদয় ভাঙ্গে নেপালিদের।

১১৬ রানের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে নেপালের শুরুটা ছিল দারুণ। কুশাল ভুরটেল ও আসিফ শেখ দারুণ সূচনা এনে দিয়েছিলেন দলকে। ৩৫ রানের জুটি ছিল তাদের। ১৩ রানে ভুরটেল আউট হলেও আসিফ শেখ প্রোটিয়া শিবিরে আতঙ্ক ছড়িয়ে চলেছিলেন। শেষ পর্যন্ত ৪৯ বলে ৪২ রান করেন তিনি। চারটি বাউন্ডারির পাশাপাশি একটি ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news