শিরোপা জয়ের সামর্থ্য রয়েছে: রোনালদো

পর্তুগালের বর্তমান খেলোয়াড়রা এবারের ইউরো জয়ের সামর্থ্য রাখে বলে মন্তব্য করেছেন দলটির অভিজ্ঞ খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের ফুটবলের ইতিহাসে আট বছর আগে ২০১৬ সালে প্রথমবার ইউরো জয় করেছিল দেশটি। সে সময়ে দলের অন্যতম সদস্য ছিলেন রোনালদো। এবারও দলে আছেন ৩৯ বছর বয়সী রোনালদো। দেশকে দ্বিতীয়বারের মতো একই সাফল্য এনে দেওয়ার জন্য উম্মুখ হয়ে আছেন রিয়াল মাদ্রিদের সাবেক এ তারকা।

এক সাক্ষাতকারে পাঁচবারের ব্যালন ডি অর জয়ী রোনালদো বলেন, আমার বিশ্বাস পর্তুগালের এই প্রজম্মের ভালো করার সামর্থ্য আছে। সেমিফাইনাল নয়, তাদের আরো দূরে যাওয়ার যোগ্যতা রয়েছে। আমাদের স্টেপ বাই স্টেপ এগুতে হবে। আমরা জানি এটা খুবই সংক্ষিপ্ত প্রতিযোগিতা। যাহোক আমাদের দল প্রস্তুত।

রোনালদো এবার নিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন। ২০১৬ ইউরো জয়ী দলের পেপে ও রুই প্যাট্রিসিওকে তিনি সঙ্গী হিসেবে পাচ্ছেন। 

ইউরো মিশন শুরুর আগে রোনালদো আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিলেন। ৩৯ বছর বয়সী রোনালদো ম্যাচে জোড়া গোল করেন। এর ফলে আন্তর্জাতিক ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়ায় ১৩০।

এবার নিয়ে রোনালদো তার ক্যারিয়ারে ষষ্ঠ ইউরো খেলতে যাচ্ছেন। আগে পাঁচটি ইউরো খেললেও এবারের আসর নিয়ে রোনালদো যথেষ্ঠ রোমাঞ্চিত। তিনি বলেন, আমি উদ্বিগ্ন। মাঠে নামার আগ পর্যন্ত এই উদ্বেগ থাকবে। তবে আমি প্রতিযোগিতার জন্য প্রস্তুত। এই প্রতিযোগিতার জন্য আমি নিজেকে প্রস্তুত করেছি। প্রীতি ম্যাচে তার প্রমাণও দিয়েছি।

ইউরোতে পর্তুগাল 'এফ' গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। ১৮ জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের ইউরো মিশন। গ্রুপ পর্বে তারা তুরস্ক ও জর্জিয়ার মুখোমুখি হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news