কষ্টার্জিত জয়ে পর্তুগালের শুভ সূচনা

দূর্ভাগ্য চেক প্রজাতন্ত্রের, সৌভাগ্যে পর্তুগালের। দূর্ভাগ্যের কারণে জয়ের দেখা পায়নি চেকরা। আর সৌভাগ্যের ছোঁয়া পেয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে সাবেক চ্যাম্পিয়ন পর্তুগাল। চেকরা লুকাস প্রভোদের গোলে এগিয়ে যাওয়ার পর আত্মঘাতি গোলের সুবাদে পর্তুগাল ম্যাচে ফেরে। আর ইনজুরি সময়ে বদলি খেলোয়াড় ফ্রান্সিসকো কনসেইকাওয়ের গোলে জয় পায় তারা।

পর্তুগালের জন্য জয়টা গুরুত্বপূর্ণ ছিল। এদিন ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে নেমেই একটা কীর্তি গড়েছেন।। প্রথম খেলোয়াড় হিসেবে  ইউরো চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ আসরে মাঠে নেমেছেন। আর পেপে ৪১ বছর বয়সে মাঠে নেমে সবচেয়ে বেশি বয়সে ইউরোতে খেলার কীর্তি গড়েছেন। এমন দুই মাইলফলকের দিনে সতীর্থরা তাদের জয় উপহার দিতে চেয়েছিল। দেরিতে হলেও সেই জয় ধরা দিয়েছে তাদের হাতে।

তবে ম্যাচের নায়ক ছিলেন ২১ বছর বয়সী কনসেইকাও। পর্তুগালের হয়ে জয়সূচক গোলটি করেছেন তিনি। চেক প্রজাতন্ত্রের ডিফেন্ডার রবিন র্যানাকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে তিনি দলের হয়ে জয়সূচক গোলটি করেন।

লিপজিগ স্টেডিয়ামের গ্যালারিতে পর্তুগালের দর্শকের অভাব ছিল না।। ৬২ মিনিটে তাদের স্তদ্ধ করে দেন লুকাস প্রোভোদ। তার এ গোলে সঙ্গে সঙ্গে একটা অঘটনের গন্ধ পাওয়া যাচ্ছিল। কিন্তু নিজেদের দোষেই ডুবলো চেকরা। এগিয়ে যাওয়ার সাত মিনিট পরে নিজেদের জালে বল জড়িয়ে দেন রবিন র্যাানাক। পর্তুগালের পাওয়া দ্বিতীয় গোলের জন্যও দায়ী তিনি। তার ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন কনসেইকাও।

এ জয়ের ফলে পর্তুগাল তুরস্কের সঙ্গে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। উভয় দলের পয়েন্ট ৩। তবে গোল পার্থকে্য তুরস্ক এগিয়ে রয়েছে। একই দিন তুরস্ক ৩-১ গোলে জর্জিয়াকে হারিয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news