কোপায় যাদু দেখাতে প্রস্তুত মেসি: স্ক্যালেনি

 কোপা আমেরিকায় যাদু দেখাতে প্রস্তুত লিওনেল মেসি- দলটির কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন এ তথ্য। 

আগামী শুক্রবার সকালে আর্জেন্টিনা কোপা আমেরিকায় প্রথম ম্যাচে মাঠে নামবে। এ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা। প্রথম ম্যাচের জন্য যুক্তরাষ্ট্রের আটলান্টায় লিওনেল মেসিরা নিজেদের প্রস্তুত করছে। অনুশীলনে আর্জেন্টিনার গোটা দল ফুরফুরে মেজাজে রয়েছে। 

টুর্নামেন্টের আগে লিওনেল মেসি ইনজুরিতে ভুগছিলেন। তার খেলা নিয়ে একটা শঙ্কাও ছিল। ইনজুরির কারণে তিনি  ক্লাব ফুটবলে একাধিক ম্যাচে খেলতে পারেননি। কিন্তু এখন তিনি পুরোপুরি ফিট। কোপার জন্য পুরোপুরি প্রস্তুত। এ সম্পর্কে স্ক্যালোনি বলেন, মেসি পুুরোপুরি ফিট। আমেরিকায় জাদু দেখাতে তৈরি তিনি। তার ফিটনেস দেখে পুরো দল টগবগ করে ফুটছে। প্রত্যেকে নিজের সেরা ফুটবল খেলতে তৈরি।'

আমেরিকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া প্রসঙ্গে স্ক্যালোনি বলেন, সবাই পেশাদার। নিজেদের দায়িত্ব সম্পর্কে সে সচেতন। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আমাদের দায়িত্ব বেশি। আরো একবার ট্রফি জিততে সবাই প্রস্তুত।

এবারের কোপায় আর্জেন্টিনা 'এ' গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপে তাদের সঙ্গে রয়েছে কানাডা, চিলি ও পেরু। টুর্নামেন্টে ফেভারিট হিসেবেই লড়াই শুরু করছে বর্তমান চ্যাম্পিয়নরা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news