ইংল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের রান উৎসব

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। টস জয়ের পর ইংল্যান্ড আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বল হাতে নেওয়ার পর নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়ে গেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা যে রান উৎসবে মেতেছে।

এ রিপোর্ট পর্যন্ত আট ওভার বোলিংয়ে ইংলিশ বোলাররা অধিনায়কের মুখে হাসি ফোটাতে পারেননি। তবে ক্রমে হাসিমুখ বিস্তৃত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভমান পাওয়েলে। তার সতীর্থরা যে রানের চাকা ভালোভাবে সচল রেখেছে। ৮ ওভারে বিনা উইকেটে ৭২ রান জমা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহে। জনসন চার্লস ২৬ রানে ব্যাট করছেন। তার সঙ্গে আছেন নিকোলাস পুরান। ১৮ রানে চার্লসকে সঙ্গ দিয়ে চলেছেন তিনি।

রান উৎসবের মাঝেও ওয়েস্ট ইন্ডিজের জন্য একটা অস্বস্তি রয়েছে। ওপেনার ব্রান্ডন কিং আহত হয়ে মাঠ ছেড়েছেন। ১৩ বলে ২৩ রান করেছেন তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news