ইংল্যান্ডের সামনে ১৮১ রানের টার্গেট
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ১৮১ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৮০ রান করেছে।
টস জয়ের পর ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা রান উৎসব করেছে।
ইংলিশ বোলাররা অধিনায়কের সিদ্ধান্তের প্রতি আস্থা জানাতে পারেননি। তাদেরকে হতাশ করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা রান করেছে দ্রুত গতিতে। ওপেনার জনসন চার্লস ছিলেন সর্চোচ্চ সংগ্রাহক। ৩৪ বলে ৩৮ রান করেছেন তিনি। নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েল উভয়ে ৩৬ রান করে করেছেন। তবে ঝড়ো গতির ব্যাটিং করেছেন শেরফেন রাদারফোর্ড। ১৫ বলে ২৮ রান করে দলের সংগ্রহকে সমৃদ্ধ করেছেন তিনি।
রান উৎসবের মাঝেও ওয়েস্ট ইন্ডিজের জন্য একটা অস্বস্তি রয়েছে। ওপেনার ব্রান্ডন কিং আহত হয়ে মাঠ ছেড়েছেন। ১৩ বলে ২৩ রান করেছেন তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি