বৃষ্টিতে আবার খেলা বন্ধ
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সুপার এইট ম্যাচ আবার বৃষ্টির কবলে পড়েছে। ফলে আবার খেলা বন্ধ রয়েছে। বৃষ্টি খেলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১১.২ ওভারে ২ উইকেটে ১০০ রান। বাংলাদেশের ৮ উইকেটে ১৪০ রানের জবাবে এই রান করছে।
১৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়ার দুই ব্যাটার ব্যাটিং তাণ্ডব করছিলেন। ঝড়ের গতিতে রান তুলছিলেন। কিন্তু বৃষ্টিতে কিছু সময় খেলা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হতে বাংলাদেশ তাণ্ডব শুরু করে। দ্রুত তুলে নেয় দুই উইকেট। আউট হয়েছেন ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শ। হডে ২১ বলে ৩১ রান করেছেন। মার্শ ৬ বলে ১ রান করেন।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ৩৫ বলে ৫৩ রানে অপরাজিত ডেভিড ওয়ার্নার। গ্লেন ম্যাক্সওয়েল অপরাজিত ১৪ রানে। মাত্র ৬ বলে তিনি এই রান করেন।
বৃষ্টির যা অবস্থা তাতে করে আর খেলা না হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় অস্ট্রেলিয়া সুবিধাজনক অবস্থায় রয়েছে। অস্ট্রেলিয়া ২৮ রানে এগিয়ে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি