আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিকের সময় ষষ্ঠবার আউট হলেন মাহমুদউল্লাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার  পেসার প্যাট কামিন্স। এই সময়েই লজ্জার এক রেকর্ড গড়েন টাইগার দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বিশ্ব ক্রিকেটে এমন এক খেলোয়াড়, যিনি হ্যাটট্রিকের সময়ে সবথেকে বেশিবার আউট হয়েছেন।

যখন কোনো বোলার হ্যাটট্রিক করেন এবং সেই সময়ে ক্রিজে মাহমুদউল্লাহ থাকে তাহলে সেই বোলারের হ্যাটট্রিক নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিকের সময় ষষ্ঠবারের মতো আউট হলেন তিনি। তবে বিশ্ব ক্রিকেটে কোন ব্যাটারের সঙ্গে ৩ বারের বেশি এমন ঘটনা ঘটেনি।

শুক্রবার ম্যাচে অ্যান্টিগায় বাংলাদেশের বিরুদ্ধে এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক পেলেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের এটি সপ্তম হ্যাটট্রিক। বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসে ১৮তম ওভারের শেষ দুই বলে মাহমুদউল্লাহ ও মাহেদিকে ফেরান কামিন্স। ২০তম ওভারের প্রথম বলে তৌহিদ হৃদয়কে আউট করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন কামিন্স। এবারের আসরে এটিই প্রথম হ্যাটট্রিক। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news