ইউরো ফুটবলে ফ্রান্স-নেদারল্যান্ডস খেলা গোলশূন্য

এমবাপ্পেবিহীন ফ্রান্স পেরে উঠলো না নেদারল্যান্ডের সঙ্গে। অনেক চড়াই উতরাই পেরিয়েও একটি গোলের দেখা পায়নি। তবে একহালি গোলের সহজ সুযোগ হাতছাড়া হয়েছে ফ্রান্সের। শেষ পর্যন্ত গোল মিসের ম্যাচে ফ্রান্স-নেদারল্যান্ডস ম্যাচটা গোল শূন্য ড্র হলো। 

গুরুত্বপূর্ণ এ ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই নামতে হয়েছে ফান্সকে। সুযোগটাও কাজে লাগায় ডাচরা। ম্যাচের শুরুতেই সুযোগ তৈরি করে নেদারল্যান্ডস। প্রথম মিনিটেই ফ্রিমপংয়ের করা শটটা আলতো ছোঁয়ায় বাইরে পাঠিয়ে দেন ফ্রেঞ্চ গোলরক্ষক মাইক মাইগনান। ম্যাচটা প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যেতে পারত ফ্রান্স।

আঁতোয়ান গ্রিজমান একের পর এক সুযোগ নষ্ট করে গেলেন। ১৭তম মিনিটে ফ্রেঞ্চ রক্ষণে দারুণ এক আক্রমণ নেদারল্যান্ডসের। বাঁ প্রান্ত থেকে বক্সের কোণায় ঢুকে ডান পায়ে দারুণ এক বাঁকানো শট নেন গাকপো। গোলপোস্টে ঢুকার আগেই দুর্দান্ত সেইভ করেন মাইগনান।

গ্রুপে ফ্রান্স নিজেদের শেষ ম্যাচটা খেলবে আগামী মঙ্গলবার পোল্যান্ডের বিপক্ষে। একই দিন একই সময়ে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ অস্ট্রিয়া। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news