আবারও এএইচএফ হকি কাপের ফাইনালে বাংলাদেশ


গত আসরে জুনিয়র এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলার লক্ষ্যে দুর্দান্ত পারফরম্যান্স করছে লাল-সবুজের প্রতিনিধিরা। শনিবার (২২ জুন) সিঙ্গাপুরে সেমিফাইনালে চাইনিজ তাইপেকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আশিকুজ্জামানের শিষ্যরা।

এদিকে সকালে ইন্দোনেশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলা নিশ্চিত করেছে নারী হকি দল।

এবারের আসরে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ চাইনিজ তাইপে ‘বি’ গ্রুপের রানার্স আপ। প্রথম কোয়ার্টার ১-১ গোলের সমতায় শেষ হলেও ম্যাচের বাকি সময় আধিপত্য করে খেলে বাংলাদেশের যুবারা। ১৬তম মিনিটে আমিরুল আর ২৩তম মিনিটে আব্দুল্লাহর গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর আমিরুল আর শেষদিকে আব্দুল্লাহর গোলে ৫-১ ব্যবধানে জয় পায় লাল সবুজের প্রতিনিধিরা। ফাইনালে উঠে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলতে মুখিয়ে আছেন কোচ আশিকুজ্জামান। এ বিষয়ে তিনি বলেন, গত আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিল, আমরা শিরোপা ধরে রাখার মিশনেই রয়েছি। ফাইনাল জিতেই আমরা দেশে ফিরব।

দ্বিতীয় সেমিফাইনালে চীন ও থাইল্যান্ডের মধ্যকার জয়ী দলের বিপক্ষে রোববার ফাইনাল খেলবে বাংলাদেশ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news