নারী এশিয়া কাপের দল ঘোষণা করল বিসিবি

আগামী ১৯ জুলাই শ্রীলঙ্কার মাটিতে পর্দা উঠবে নারী এশিয়া কাপ। এই আসরকে সামনে রেখে রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগ্রেসদের নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি।

নারী ক্রিকেটে সময়টা তেমন ভালো যাচ্ছে না বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ফরম্যাটে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতের বিপক্ষে পাত্তাই পায়নি টাইগ্রেসরা। এবার তাদের সামনে এশিয়া কাপের মিশন। সেই মিশনে দারুণ কিছু করতে অভিজ্ঞ রুমানা আহমেদ এবং জাহানারা আলমকে দলে ফিরিয়েছে বিসিবি। 

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ৮টি দল অংশ নিবে, দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। স্বাগতিক শ্রীলঙ্কার ছাড়াও বি’গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও থাইল্যান্ড। অন্যদিকে এ’গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। নারী ক্রিকেটে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই শেষ হবে ২৮ জুলাই। 

বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, রিতু মণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইশমা তানজুম, সাবিকুন্নাহার জেসমিন ও শরিফা খাতুন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news