ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন সমীকরণ নিয়ে সুপার এইটের নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।
সোমবার (২৪ জুন) সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় খেলা শুরু হবে।
সুপার এইটে দুই ম্যাচে খেলে দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। তারপরও সেমিফাইনাল নিশ্চিত হয়নি টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে জিতলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে রোহিত শর্মাদের।
অন্যদিকে অজিদের কাছে ভারত হেরে গেলে গ্রুপের আরেক ম্যাচে বাংলাদেশের কাছে আফগানিস্তানকে হারতে হবে। তাহলেই সমান ৪ পয়েন্টে অস্ট্রেলিয়াকে নিয়ে সেমিতে যাবে ভারত। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি