শতভাগ জয় নিয়ে নকআউটে স্পেন

 গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে ইউরো চ্যাম্পিয়নশিপের নক আউট পর্বে পৌঁছেছে সাবেক চ্যাম্পিয়ন স্পেন। ম্যানচেস্টার সিটির সাবেক ফরোয়ার্ড ফেরান টরেসের একমাত্র গোলে তারা আলবানিয়াকে হারিয়েছে। সোমবার রাতে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের জয় ১-০ গোলে। 

জয়ের ফলে স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে পৌঁছেছে। অন্যদিকে হারের ফলে আলবানিয়ার বিদায় হয়েছে। একই সঙ্গে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার আগেই ইংল্যান্ড, ফ্রান্স ও নেদারল্যান্ডসের নক আউট পর্বে নিশ্চিত হয়েছে।

ম্যাচের ত্রয়োদশ মিনিটে টরেস একমাত্র গোলটি করেন। তিনবারের চ্যাম্পিয়ন স্পেন এ ম্যাচে মাঠে নামার আগেই নক আউট পর্বে খেলা নিশ্চিত করেছিল। এ কারণে এ ম্যাচে একাধিক খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিলেন দলের কোচ। আগের ম্যাচে ইতালির বিপক্ষে জয় পাওয়া দলে এনেছিলেন দশ পরিবর্তন। ফলে আলবানিয়া জয়ের স্বপ্ন দেখছিল। স্বপ্ন দেখছিল প্রথমবারের মতো নক আউট পর্বে যাওয়ার। কিন্তু ম্যাচের শুরুতে টরেসের গোল তাদের সে স্বপ্ন ভেঙ্গে দেয়।

স্পেনের বিপক্ষে আলবানিয়ার পরিসংখ্যান মোটেও স্বস্তিদায়ক ছিল না। উভয় দল আগে আটবার মুখোমুখি হয়েছে। প্রতিবারই স্পেন জয়ের হাসি হেসেছে। এবারো তার ব্যতিক্রম হয়নি। অথচ নক আউট পর্বে যেতে হলে ব্যতিক্রমই ঘটনার্ই দরকার ছিল আলবানিয়ার।

আলবানিয়া কখনো বিশ্বকাপের দরজায় যেতে পারেনি। ইউরো চ্যাম্পিয়নশিপে তারা দ্বিতীয়বারের মতো খেলেছে এবার। আট বছর আগে যেমন গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল এবারও তাই হলো। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news