আফগানিস্তান ১১৫, সেমিতে যেতে বাংলাদেশকে ১২,১ ওভারে জিততে হবে

বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান আগে ব্যাট করে ১১৫ রান করেছে। সেমিফাইনালে যেতে আফগানিস্তানের সামনে এ ম্যাচে জয়ের বিকল্প নেই। একই বিষয় বাংলাদেশের বেলায়। সেমিফাইনালে যেতে তাদেরও জয় পেতে হবে। তবে ২০ ওভারে নয়, ১২.১ ওভারে জয় পেতে হবে।

টস জয়ের পর আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। তার সিদ্ধান্তের প্রতি দারুণভাবে সম্মান দেখিয়েছিল দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। রান উৎসব করতে পারেননি তারা, তবে বাংলাদেশের বোলারদের ঠিকই হতাশ করে চলেছিলেন। একই সঙ্গে মাঠের বাইরে থাকা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের হৃদস্পন্দন থমকে দিচ্ছিলেন। 

১০.৫ ওভারে  রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ৫৯ রানের জুটি গড়েন। ৪৩ রান করেন গুরবাজ। আফগানিস্তানের অন্য ব্যাটাররা খুব বেশি অবদান রাখতে পারেননি। এর মাঝে রশিদ খান (অপ ১৯), জাদরান (১৮) ও ওমরজাই (১০) রান করেন। অতিরিক্ত খাত থেকে আফগানিস্তান পেয়েছে ১৩ রান।

বাংলাদেশের সফল বোলার ছিলেন রিশাদ হোসেন। ৩ উইকেট পেয়েছেন তিনি।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news