খেলা আবার শুরু
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে খেলার হাতছানি বাংলাদেশের। তবে আফগানিস্তানের বিপক্ষে জয় পেতেই হবে। শুধু তাই নয়, আফগানিস্তানের করা ১১৫ রান ১২.১ ওভারে টপকাতে হবে। এ লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায় চতুর্থ ওভারে। বৃষ্টি বন্ধ হওয়ায় আবার খেলা শুরু হয়েছে। এ মুহুর্তে বাংলাদেশের সংগ্রহ ৮.৩ ওভারে ৫ উইকেটে ৬৫ রান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি