ইংল্যান্ডকে রুখে দিয়ে প্রথমবার ইউরোর দ্বিতীয় রাউন্ডে স্লোভেনিয়া

ফিফা র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের অবস্থান পঞ্চম। অন্যদিকে ইংলিশদের চেয়ে ৫২ ধাপ পিছিয়ে স্লোভেনিয়ার অবস্থান ৫৭তম। শক্তি ও সামর্থ্য অনেক পিছিয়ে থেকেও শক্তিশালী ইংল্যান্ডকে রুখে দিয়েছে স্লোভেনিয়া। হ্যারি কেইন-ফিল ফোডেনদের গোলবঞ্চিত করে প্রথমবার ইউরোপিয় চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে তারা।

মঙ্গলবার (২৫ জুন) রাতে সি’গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে স্লোভেনিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড। এই ড্রয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় সেরা দল হিসেবে শেষ ষোলোর টিকিট কেটেছে স্লোভেনিয়া।

চলমান ইউরো কাপে ফেভারিটের তকমা নিয়ে টুর্নামেন্টে শুরু করলেও এখন পর্যন্ত কিছুই করতে পারেনি ইংল্যান্ড। প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে জয় পেলেও পরের দুই ম্যাচে ড্র করেছে তারা। পারফরম্যান্সে মলিন হলেও কেইনরা অবশ্য গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ডে যাচ্ছে।

একই গ্রুপের আরেক ম্যাচে এদিন ডেনমার্কও গোলশূন্য ড্র করেছে। ৩ ম্যাচে ৩ ড্র নিয়ে গ্রুপ রানার আপ হয়ে পরের রাউন্ডে উঠেছে তারাও। একমাত্র বাদ পড়েছে সার্বিয়া। ৩ ম্যাচের দুটিতে ড্র করলেও একটিতে হেরেছে তারা।

এদিন ম্যাচের শুরু থেকেই অগোছালো ফুটবল খেলেছে ইংল্যান্ড। ২০তম মিনিটে ফিল ফোডেনের পাস দূরের পোস্টে পেয়ে জালে বল জড়ান বুকায়ো সাকা। তবে অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল।-সময় টিভি

৩০তম মিনিটের পর গোলের জন্য প্রথম শট নিতে পারে ইংল্যান্ড। তবে হ্যারি কেইনের পরপর দুটি প্রচেষ্টা ফিরিয়ে দেয় স্লোভেনিয়া। বিরতির পরেও ছন্নছাড়া ফুটবলই খেলেছে ইংল্যান্ড। তাতে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে দলটিকে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news