ব্যাটারদের ভীতির কারণ হয় এমন পিচে খেলা উচিত না: আফগান কোচ

 টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১.৫ ওভারে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটের জয়ে প্রথমবার ফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। দলের বড় হারের পর উইকেট নিয়ে হতাশা প্রকাশ করলেন আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট।

বৃহস্পতিবার (২৭ জুন) ম্যাচ শেষে পিচ নিয়ে ট্রট বলেন, কিছু বলে আমি নিজেকে সমস্যায় ফেলতে চাই না। এটা এমন পিচ ছিল না, যেটাতে সেমিফাইনালের মতো ম্যাচ আপনি চাইবেন। একটা ফেয়ার প্রতিযোগিতা থাকা উচিত ব্যাট-বলের।

তিনি আরও বলেন, আমি বলছি না একেবারে ফ্ল্যাট হবে। যেখানে স্পিন হবে না, সিম মুভমেন্ট হবে না। বলছি ব্যাটারদের ভীতির কারণ হয় এমন হওয়াও উচিত না। ফুট মুভমেন্ট যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারে এমন হওয়া উচিত। দক্ষতা কাজে লাগানোর উপায় থাকা উচিত। -কালের কণ্ঠ

পিচ কঠিন হলেও প্রতিপক্ষকে কৃতিত্ব দেন এই ইংলিশ কোচ, দক্ষিণ আফ্রিকা খুব ভালো বল করেছে। পিচকে কাজে লাগিয়েছে। আমাদের মিডল অর্ডার পুরো টুর্নামেন্টেই ভালো করেনি। গুরবাজ আর ইব্রাহিম ছাড়া কেউ রান করেনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news