ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। প্রথম দেশ হিসেবে টানা দুই আসরের শিরোপা জয়ের সুযোগ রয়েছে জস বাটলারদের সামনে। অন্যদিকে একযুগেরও বেশি সময় শিরোপার মুখ দেখেনি রোহিত শর্মা দল। এবার সেই খরা কাটানোর লক্ষ্যেই মাঠে নামবে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।

এই ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। বৃহস্পতিবার (২৭ জুন) গায়ানার ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি হয়নি। বৃষ্টির পর ৯:৪৫ এ খেলা শুরু হওয়ার কথা।

সবশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব কাছাকাছি গিয়েও সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিলো ভারতের। এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে।

এই ম্যাচে ৭০ শতাংশ বৃষ্টির সম্ভবনার দিনে ভেস্তে যেতে পারে। রিজার্ভ ডে না থাকলেও ২৫০ মিনিট পর্যন্ত ওয়েটিং টাইম বরাদ্দ থাকছে। তবে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ফাইনালের টিকেটটা উঠবে ভারতীয়দের হাতে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news