বিশ্বকাপ শেষে দেশে পৌঁছেছে ক্রিকেটাররা

বিশ্বকাপ মিশন শেষ দেশে পৌঁছেছে বাংলাদেশের ক্রিকেটাররা। আজ শুক্রবার সকাল ৯টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান ক্রিকেটাররা।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নেয় বাংলাদেশ। সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে বাংলাদেশ সেমিফাইনাল খেলার সুযোগ পেত। সেমিফাইনাল খেলতে আফগানিস্তানের করা রানকে ১২.১ টপকাতে হতো বাংলাদেশকে। টাইগার ক্রিকেটাররা এই সমীকরণ মেলাতে পারেনি, এমনকি সান্ত্বনাসূচক জয়ও পায়নি। সুপার এইটে বাংলাদেশ কোনো ম্যাচে জয় পায়নি।

গ্রুপ পর্বে নেপাল, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশ  সুপার এইটে খেলার সুযোগ পায়। বিশ্বকাপের শুরুতে শ্রীলঙ্কাকে হারিয়ে তারা সুপার এইটের খেলার সম্ভাবনাকে উজ্জ্বল করেছিল। পরবর্তীতে নেপাল ও নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশ সুপার এইটে জায়গা করে নিয়েছিল। গ্রুপ পর্বে চার ম্যাচের তিন ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news