বিশ্বকাপের সেমিফাইনাল শেষে ব্যাটে-বলে শীর্ষ পাঁচে যারা
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা চার দলের লড়াই শেষ। দুই ফাইনালিস্ট ভারত ও দক্ষিণ আফ্রিকা শনিবার লড়াইয়ে মুখোমুখি হবে। প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আর দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠল ভারত।
তবে সেমিফাইনালে ভালো খেলতে না পারলেও ব্যাটে-বলে বিশ্বকাপের আসরে দুর্দান্ত ছিল আফগান ক্রিকেটাররা। সেমিফাইনাল শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারির ক্ষেত্রে শীর্ষ পাঁচে তাদের অনেকেই।
সর্বোচ্চ রানের ক্ষেত্রে দুই ও সর্বোচ্চ উইকেট শিকারির ক্ষেত্রে তিনজন আফগান ক্রিকেটার শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন। তবে উইকেট শিকারির শীর্ষ পাঁচে একমাত্র বাংলাদেশি আছেন রিশাদ হোসাইন।
আফগানিস্তানের ফজলহক ফারুকি ১৭ উইকেট, ভারতের আর্শদ্বীপ সিং ১৫, আফগানিস্তানের রশিদ খান ১৪, বাংলাদেশের রিশাদ হোসাইন ১৪ এবং ভারতের জাসপ্রিত বুমরাহ ১৩ উইকেট পেয়েছেন।
এ ছাড়া আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ ২৮১ রান, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ২৫৫, ভারতের রোহিত শর্মা ২৪৮, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ২৩১ এবং ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ২২৮ রান করেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি