আমার জন্য পরিবর্তন হয়নি, ব্রাজিল আগের মতোই আছে: কোচ দরিভাল জুনিয়র

কোচ দরিভাল জুনিয়রের ব্রাজিল কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে। এই হারে কোপা থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে প্যারাগুয়ের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ জানান, ব্রাজিলিয়ান ফুটবলে আবারও ভালো সময় আসছে।

ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র আক্ষেপ করে বলেছেন, এবারই প্রথম কোপা আমেরিকা, যেখানে ব্রাজিলকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে গণনা করা হচ্ছে না। কারণ-সাম্প্রতিক সময়ে আমাদের ম্যাচগুলোর ফলাফল খুব একটা প্রশংসনীয় নয়। সুতরাং আমাদের দল হিসেবে সচেতন থাকতে হবে।

তবে কোচ জানান, আমার জন্য কিছুই পরিবর্তন হয়নি। সব কিছু আগের মতোই আছে। সমর্থকরাও আমাদের ওপর আস্থা রাখছে। আমাদের কোন ম্যাচের ফলাফল টুর্নামেন্টে অন্য দলগুলোকে ভয় দেখানোর মতো হয়নি। কিন্তু এই খেলাটি আর্টের মতো, একটু একটু করেই কাক্সিক্ষত ফলাফলের দিকে পৌঁছাতে হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news