রাতে বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি

স্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম প্রতিশোধ ভারত নিয়েছিলো সুপার এইটে। সিডনিগামী বিমানের টিকিট নিশ্চিত করে দিয়েছিলো টিম ইন্ডিয়া। এবার সেই একই ভঙ্গিতে হিথরোর বিমানের টিকিট নিশ্চিত করে দিলেন রোহিত শর্মারা। ইংল্যান্ডকে মাটিতে শুইয়ে দিয়ে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চলে গেলো। প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। অপরাজেয় দল হিসেবে ভারত শনিবার ফাইনালে মোকাবিলা করবে দুর্ধর্ষ দক্ষিণ আফ্রিকার।

ওয়েস্ট ইন্ডিজের কিংসটন ওভালে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় খেলা শুরু হবে। বিশ্বকাপের ফাইনালে ভারতের শিরোপা জয়ের সম্ভাবনা শতকরা ৬৪ ভাগ আর দক্ষিণ আফ্রিকার ৩৬ বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা।   সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news