বিশ্বকাপ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে বাংলাদেশের রিশাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই সেরা একাদশ ঘোষণা করতে পারে আইসিসি। কিন্তু ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর আগেই নিজেদের চোখে বিশ্বমঞ্চের সেরা একাদশ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই একাদশে বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেনও জায়গা করে নিয়েছেন।
 
ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে দুই ফাইনালিস্ট ভারত কিংবা দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটারকে নেতৃত্ব দেওয়া হয়নি। আফগানিস্তানের রশিদ খানকে এই একাদশের অধিনায়ক করা হয়েছে। তার নিখুঁত পরিকল্পনায় প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারে উঠেছিল আফগানরা।

সেরা একাদশে ভারতের তিনজন, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের দুজন এবং ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন।
সেরা একাদশে ওপেনার হিসেবে ট্রাভিস হেড এবং রোহিত শর্মা জায়গা পেয়েছেন। সুপার এইট থেকে অজিরা বিদায় নিলেও ৭ ম্যাচে ২২৫ রান করেন হেড। ব্যাট হাতে বেশ ফর্মে আছেন ভারতীয় অধিনায়ক রোহিতও। ৭ ম্যাচে ব্যাট হাতে ২৪৮ রান করেছেন এই ওপেনার।

ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানও টপ-অর্ডারে জায়গা পেয়েছেন। এরপরই আছেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোনস, অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ও ভারতের হার্দিক পান্ডিয়া।
আফগানিস্তানের রশিদ খানের সঙ্গে স্পিন কোটায় আছেন রিশাদ হোসেন। এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা রিশাদ ৭ ম্যাচে ২৫ ওভার হাত ঘুরিয়ে ১৪ উইকেট শিকার করেন, যা বাংলাদেশিদের মধ্যে এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের রেকর্ড।

পেস ইউনিটে দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়ার সঙ্গে ভারতের জাসপ্রিত বুমরাহ এবং আফগানিস্তানের ফজলহক ফারুকি রয়েছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপ সেরা একাদশ: ট্রাভিস হেড, রোহিত শর্মা, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), অ্যারন জোনস, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, রশিদ খান (অধিনায়ক), রিশাদ হোসেন, এনরিখ নর্কিয়া, জাসপ্রিত বুমরাহ এবং ফজলহক ফারুকি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news