বাঁচা-মরার লড়াইয়ে মেক্সিকো

কোপা আমেরিকায় কঠিন পরিস্থিতির মুখোমুখি মেক্সিকো। বাঁচা মরার লড়াই তাদের। নক আউটে খেলতে হলে গ্রুপের শেষ ম্যাচের আগে একটা মাত্র সমীকরণ তাদের সামনে। জয়ের কোনো বিকল্প নেই। সোমবার ভোরে তারা ইকুয়েডরের মুখোমুখি হবে। এ ম্যাচে শুধুমাত্র জয় তাদেরকে নক আউট পর্বে পৌঁছে দেবে।

'বি' গ্রুপ থেকে ভেনেজুয়েলার নক আউট পর্বে খেলা নিশ্চিত। গ্রুপে ইকুয়েডর ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তৃতীয় স্থানে মেক্সিকো। ফলে ড্র হলে মেক্সিকো বাদ পড়ে যাবে। কোয়ার্টার ফাইনালে যেতে হলে তাদেরকে অবশ্যই জিততে হবে। অন্যদিকে ড্র হলেই ইকুয়েডর কোয়ার্টার ফাইনালের টিকেট পাবে।

দল যে কঠিন পরিস্থিতির মুখোমুখি তা স্বীকারও করেছেন মেক্সিকোর ডিফেন্ডার ইয়োহান ভাসকুয়েজ। তিনি বলেন, ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের আগে দলে বাঁচা মারার লড়াইয়ে। মাঝে মাঝে কোনো কোনো দলকে প্রচণ্ড চাপের মধ্যে খেলতে হয়। এমন চাপের ম্যাচে কিভাবে খেলতে হয় তা আমাদের জানা আছে। 

কোপা আমেরিকায় মেক্সিকোর শুরুটা ছিল জয়ে। জ্যামাইকাকে হারিয়েছিল তারা। কিন্তু পরের ম্যাচে ভেনেজুয়েলার কাছে হেরে যায় তারা। এই হার তাদেরকে কঠিন পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে চাপের মুখে আছেন কিনা এমন প্রশ্নের জবাবে মেক্সিকোর কোচ জিমি লোজানো বলেন, একজন কোচের ভবিষ্যত ম্যাচের ফলাফলেও ওপর নির্ভর করে। আমি খেলোয়াড়দের সেরাটা বের করে আনার চেষ্টা করবো। আশা করছি এ পরিকল্পনায় আমরা সফল হবো।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news