এলপিএলে টস হেরে ব্যাটিংয়ে হৃদয়-মুস্তাফিজের দল ডাম্বুলা সিক্সার্স
লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ক্যান্টি ফ্যানকনস ও ডাম্বুলা সিক্সার্স। এই ম্যাচে টস জিতে ডাম্বুলা সিক্সার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ক্যান্ডি ফ্যালকনসের অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। এ ম্যাচে ডাম্বুলা সিক্সার্সের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের দুই ক্রিকেটার। তৌহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান আছেন ডাম্বুলার স্কোয়াডে।
সোমবার (১জুলাই) পাল্লেকেল্লেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
প্রথমবারের মতো এলপিএলে খেলতে এসে ডাম্বুলার জার্সিতে অভিষেক হয়েছে টাইগার পেসার মুস্তাফিজের। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা এই পেসারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে সিক্সার্সরা।
একই দলের হয়ে মাঠ মাতাবেন তৌহিদ হৃদয়ও। এই টপ অর্ডার ব্যাটার গত আসরেও খেলেছেন এই লিগে। তবে সেবার তিনি জাফনা কিংসের হয়ে খেলেছিলেন। এবার দল বদলে হৃদয় খেলছেন সিক্সার্সের হয়ে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি