পেনাল্টি মিস করে কাঁদলেন রোনালদো

 ইউরো ফুটবলে গ্রুপ পর্বে গোলের দেখা পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারে এর আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হননি। বড় ধরণের যে কোনো টুর্নােমেন্টের প্রথম রাউন্ডে এক বা একাধিক গোল পেয়েছেন। কিন্তু এবার একের পর এক ম্যাচে হতাশা উপহার দিয়েছেন। স্লোভেনিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ তাকে আরো কঠিন পরিস্থিতির মুখ ঠেলে দিয়েছিল। যা তাকে কান্নায় ভাসিয়েছে। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়ে কান্নায় ভেসেছেন রোনালদো।

স্লোভেনিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হয়েছিল। চলছিল অতিরিক্ত সময়ের খেলা। এ সময়ে প্রথমার্ধের ১৪ মিনিটে পেনাল্টি পেয়েছিল পর্তুগাল। গোলের সহজ এ সুযোগ কাজে লাগাতে পারেননি রোনালদো। তার এ ব্যর্থতা পর্তুগাালের জন্য বড় বিপদের কারণ হতে পারতো। ইউরো থেকে বিদায় হতে পারতো পর্তুগালের। শেষ পর্যন্ত তা হয়নি, টাইব্রেকারে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় পর্তুগাল।

পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওযায় বিরতির সময় রোনালদো কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় গ্যালারিতে উপস্থিত থাকা রোনালদো মা তাকে দেখেন। কিন্তু ছেলেকে সান্ত্বনা দিতে পারেননি। তবে সতীর্থরা রোনালদোকে সান্ত্বনা দেন। ম্যাচ শেষে ঠিকই জয়ের হাসি হাসেন রোনালদোরা।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news