মাশচেরানোর অলিম্পিক দলে আলভারেজ
লিওনেল মেসিকে দলে চেয়েছিলেন কোচ হাভিয়ের মাশচেরানো। তার সঙ্গে আনহেল দি মারিয়াকেও আসন্ন অলিম্পিক দলে নিতে চেয়েছিলেন আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের কোচ মাশচেরানো। তাদের কেউ অলিম্পিকে যাচ্ছেন না। তবে ২০২২ বিশ্বকাপে খেলা তিনজন খেলোয়াড়কে অলিম্পিক স্কোয়াডে দলভুক্ত করেছেন মাশচেরানো। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন তিনি।
কোচ মাশচেরানো ২০২২ বিশ্বকাপ খেলা হুলিয়ান আলভারেজ, অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, গোলরক্ষক জেরোনিমো রুলিকে ডেকেছেন।
লিওনেল মেসি ও দি মারিয়া এখন কোপা আমেরিকায় খেলছেন। বয়সের কারণে এই টুর্নামেন্টের পর অলিম্পিকে খেলা কষ্টকর হয়ে যাওয়ার কারণে মেসি অলিম্পিকে খেলতে চাননি।
৩৭ বছর বয়সী মেসি বর্তমানে কোপা আমেরিকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন। গত কোপা জয়ী আর্জেন্টিনা এবারের আসরেও ফেভারিট। এরই মধ্যে তারা কোয়ার্টার ফাইনালে উঠেছে। ২০০৮ সালে মেসি অলিম্পিক সোনা জয় করেছেন।
আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের কোচ মাশচেরানো ২০০৪ ও ২০০৮ সালে অলিম্পিক সোনা জয় করেন।
অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনা 'বি' গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাদের সঙ্গে গ্রুপে রয়েছে মরক্কো, ইরাক ও ইউক্রেন। ২৪ জুলাই প্রথম ম্যাচে মরক্কোর মোকাবেলা করবে আর্জেন্টিনা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


