বাবর আজম, রিজওয়ান ও শাহিনকে নিষেধাজ্ঞা আরোপ পিসিবির
২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে ব্যর্থ হয়েছিল পাকিস্তান দল। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় বাবর-রিজওয়ানদের।
এমন পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়তে হয় পাকিস্তান ক্রিকেট দলকে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিকে বিদেশি লিগে খেলতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে পিসিবি।
আগামী কয়েক মাসে পাকিস্তানের কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকলেও এই তিন ক্রিকেটার বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলতে যেতে পারবেন না। তিনজন ক্রিকেটারকে এই শাস্তি দেওয়া হয়েছে। এই তিন ক্রিকেটারের কানাডার টি-টোয়েন্টি লিগে খেলার কথা ছিল। কিন্তু সেই লিগে খেলার ছাড়পত্র দেওয়া হয়নি তাদের। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি