বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় মালয়েশিয়া ফুটবল দল

দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে মালয়েশিয়া জাতীয় নারী ফুটবল দল। গত রাত ১২টায় মালয়েশিয়ার দলটি ঢাকায় অবতরণ করেছে। আগামীকাল (মঙ্গলবার) বিকেল থেকেই অনুশীলনে নেমে পড়বে তারা।

বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মালয়েশিয়ার মেয়েরা কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলন করবে।

এর আগে বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত একই মাঠে অনুশীলন করবে সাবিনা-মারিয়া মান্ডারা। আগামী ২৩ ও ২৬ জুন ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। আগামী সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে এই প্রীতি ম্যাচ দুটি খেলছে বাংলাদেশ।

জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, সামনে আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ। এই ম্যাচ দুটি সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে ভালো কাজ দেবে। মালয়েশিয়া শক্তিশালী দল। আমরা চেষ্টা করবো ঘরের মাঠে ভালো ফুটবল উপহার দিতে।

এই ম্যাচ দুটি হওয়ার কথা ছিল সিলেট জেলা স্টেডিয়ামে। সেখানে ভয়াবহ বন্যার কারণে ম্যাচ দুটি ঢাকায় নিয়ে আসা হয়েছে।

news