বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার বিজয়ের পর এবার পাকিস্তানের মাটিতে টাইগারদের টেস্ট সিরিজ জয়ে যেন আনন্দ দ্বিগুণ হলো দেশবাসির। রাওয়ালপিন্ডিতে টানা দুই টেস্ট জিতে পাকিস্তানকে ধবলধোলাইয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আর তাতে সিরিজসেরা নির্বাচিত হয়েছেন তিনি। পুরস্কারের অর্থ তিনি আন্দোলনে শহীদ হওয়া রিকশাচালকের পরিবারকে দেবেন বলে জানিয়েছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে এই ঘোষণা দেন মিরাজ।  

সিরিজসেরার পুরস্কার জিতে মিরাজ বলেন, দেশের বাইরে প্রথমবার সিরিজসেরা হয়ে আমি খুবই খুশি। অলরাউন্ডার হিসেবে খেলা কঠিন, কিন্তু আমি শুধু স্ট্রাইক বদলে মনযোগ দিয়েছিলাম। মুশফিকুর রহিম ও লিটন দাসের সঙ্গে ব্যাটিং উপভোগ করেছি। পাঁচ উইকেট পেয়েও খুব ভালো লাগছে। আমি আরও ভালো বোলিং করতে চাই। 

সদ্য সমাপ্ত সিরিজে ব্যাটে-বলে দারুণ সময় কেটেছে মিরাজের। সিরিজে ব্যাট হাতে ১৫৫ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ১০টি। এর মধ্যে প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। ম্যাচটি ১০ উইকেটে জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এরপর মঙ্গলবার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচের গতিপথ বদলে দিয়েছিলেন তিনি। 

news