ম্যানসিটির রদ্রির হাতেই ব্যালন ডি’অর দেখছেন জনপ্রিয় ধারভাষ্যকার শাকা
ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। ট্রফিটি পাওয়া যেকোনো খেলোয়াড়ের জন্যই সম্মানজনক। গত দেড় যুগ ধরে ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
বিশেষ ট্রফিটি রেকর্ড আটবার নিজের ঝুলিতে পুরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তারপরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এ দুজনে মিলে নিজেদের শোকেসে জমা করেছেন ১৩টি ট্রফি। এখন তাদের বয়স হয়ে গেছে, তারা রয়েছেন ক্যারিয়ারের সায়াহ্নে। ইতোমধ্যে এ দু’জন ইউরোপকে বিদায়ও জানিয়েছেন। একজন মাতাচ্ছেন সৌদি প্রো লিগ, আরেকজন মাতাচ্ছেন যুক্তরাষ্ট্রের এমএলএস।
সম্প্রতি শেষ হয়েছে কোপা-ইউরো টুর্নামেন্ট। ইউরোপ ও লাতিনের বড় দুটি টুর্নামেন্ট শেষে ২০২৪ ব্যালন ডি’অরের হিসেবনিকেশে এসেছে বড় পরিবর্তন। কোপার শিরোপা জেতা ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ গোলডটকমের নির্বাচিত তালিকায় শীর্ষ পাঁচে চলে এসেছেন। অন্যদিকে ইউরোর আগে রেসে থাকা ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে রেস থেকে ছিটকে গেছেন। শীর্ষ তিনে থাকা দুই জনই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়।
সম্প্রতি ব্যালন ডি’অর প্রত্যাশী ৩০ জনের নাম প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল সাময়িকী। যেখানেই নেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারের ট্রফির জন্য ফেভারিট মনে করা হচ্ছে ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যামকে। প্রত্যাশিতভাবেই ৩০ জনের তালিকায় রয়েছে তারা। এ তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে আরও আছেন লাউতারো মার্টিনেজ, রদ্রি, এমিলিয়ানো মার্টিনেজ, আরলিং হালান্ড, টনি ক্রুস, লামিন ইয়ামাল, হ্যারি কেন, দানি কারভাহাল ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা।
এদিকে কার হাতে উঠতে পারে ২০২৪ সালের ব্যালন ডি’অর ট্রফি তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে। তখন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সাবেক গোলরক্ষক ও জনপ্রিয় ধারাভাষ্যকার শাকা হিসলপ ব্যালন ডি’অরজয়ী হিসেবে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রিকেই দেখছেন বলে জানিয়েছেন। তিনি এও জানিয়েছেন রদ্রিকে শিরোপা জয়ে কঠিন প্রতিযোগিতা করতে হবে রিয়াল মাদ্রিদের তিন তারকা ভিনিসিয়ুস জুনিয়র, দানি কারবাহাল ও জুড বেলিংহ্যামের সঙ্গে।
ইএসপিএন ইউকে ইউটিউবকে দেয়া এক সাক্ষাৎকারে শাকা হিসলপ বলেন, আমি রদ্রির পক্ষে আছি। যদিও ম্যান সিটি চ্যাম্পিয়নস লিগে পেনাল্টিতে রিয়ালের কাছে হেরে বিদায় নেয়। তবে আমরা রদ্রি ও সিটির সাফল্যের কথা দেখলে সেই মূলত দাবিদার। এমন কি তার রয়েছে স্পেনের হয়ে সাফল্য। খবর ডেইলি পোস্ট
তিনি আরও বলেন, আমি অনুভব করি যে রদ্রি এই বিষয়ে কার্বাহালের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল।
তবে রড্রি কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হবেন উল্লেখ করে তিনি বলেন, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম এবং দানি কার্বাহাল সবাই রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বৈত শিরোপা জিতেছে।
প্রসঙ্গত, ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা মিডফিল্ডার রদ্রি বিগত মৌসুমে ১২ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৫ গোল। ম্যান সিটির জার্সি গায়ে প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছেন। জাতীয় দলের জার্সি গায়ে জিতেছেন ইউরো কাপের শিরোপা। হয়েছেন ইউরোর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি