ভারতীয় ক্রিকেটের ডানহাতি এই ব্যাটারের আত্মবিশ্বাস ফেরানোর মন্ত্র হিসেবেই এমন পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। চোট কাটিয়ে ফিরে এসে আসার পর মিডল অর্ডারে ব্যাট করে ব্যর্থ রাহুল। তাকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে চারদিকেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেতো সুযোগ পেয়েছেন কেবল এক ম্যাচ। করতে পারেনি দুই ইনিংস মিলিয়ে ১২ রানের বেশি।

অস্ট্রেলিয়া সফরেও অবশ্য তাকে রেখেছে নির্বাচকরা। এখনই তার উপর হতাশ হতে চায় না ভারতীয়রা। তবে অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে ভারত এ’ দলের হয়েও ব্যাট হাতে ব্যর্থ রাহুল। দুই ইনিংসে রান ৪ ও ১০। - ডেইলি ক্রিকেট

তাইতো অজিদের বিপক্ষে জাতীয় দলের সিরিজের আগে তাকে নিয়ে ভাবনা। এমনিতে একাদশে থাকার সম্ভাবনা কম হলেও রোহিত শর্মা প্রথম টেস্ট খেলবেন না বলে সুযোগ বেড়েছে।  কিন্তু সে ক্ষেত্রে কাজে লাগাতে হলে নিজেকে হতে হবে আত্মবিশ্বাসী। তাই সাবেক কাপ্তান গাঙ্গুলি দিলেন পরামর্শ।

তিনি বলেন, আত্মবিশ্বাসটাই আসল। ওর উচিত নিজের সঙ্গে কথা হলা। খেলায় উত্থান-পতন হতেই পারে। আত্মবিশ্বাসও বাড়ে-কমে। নেটে কঠোর পরিশ্রম করে তা ফিরিয়ে আনতে হবে। আয়নায় নিজের মুখ দেখতে হবে। বোঝাতে হবে তুমি পারবে। তবেই আত্মবিশ্বাস ফিরবে।

আইপিএলের গত মৌসুমে লাখনৌ সুপার জায়ান্টসের হয়ে অধিনায়কত্ব করেছেন। এবার তাকে ধরেই রাখলো না দলটি। এতেও চাপ বাড়ার কথা লোকেশ রাহুলের। এমনটা মনে করেন সৌরভ গাঙ্গুলি। তার মতে, রাহুলকে লাখনৌ ছেড়ে দিয়েছে। এতে ওর চাপ আরও বেড়েছে। আমি জানি না, নিলামে লাখনৌ ওকে আবার নেবে কি না। তবে রাহুল দল নিশ্চয় পাবে।

news