জামালপুরে মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
জামালপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে শরিফপুর ক্লাস্টার,জামালপুর সদর উপজেলার আয়োজনে, শরিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে ও ঝাওলা গোপালপুর উ” বিদ্যালয় , কেন্দুয়া উচ্চ বিদ্যালয়, শ্রীপুর কুমারিয়া উচ্চ বিদ্যালয়সহ ৪টি ভেনুতে পৌরসভা ও ১৫ টি ইউনিয়নের ৩২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক, বালিকা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন রানাগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় মহিলা ফুটবল দল বনাম লক্ষীরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় । খেলার ৪০ মিনিটের মধ্যে গোল শূন্য ড্র হওয়ায় রানাগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় মহিলা ফুটবল দল, লক্ষীরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে ট্রাইবেকারে ২-০ গোলে পরাজিত করে।
খেলায় সদর উপজেলার ২ নং শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো: আলম আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জামালপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর সদর উপজেলা শিক্ষা অফিসার,জুয়েল আশরাফ,৯ নং রানাগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল,৩ নং লক্ষীরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির প্রমুখ।