আসন্ন বিপিএল নিয়ে উত্তেজনা তুঙ্গে। আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ -বিপিএল। এবারের আসরে অংশ নিচ্ছে দুর্বার রাজশাহী, যারা প্রথমবারের মতো টুর্নামেন্টে পা রাখছে। আর তাদের লক্ষ্যকে সামনে রেখে বড়সড় ঘোষণা দিল দলটি।
তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া এই দলটি সাফল্য পেতে ভরসা রেখেছে দুই পাকিস্তানি কোচের ওপর।
৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন **ফরচুন বরিশাল** ও নতুন দল **দুর্বার রাজশাহী** মুখোমুখি হবে।
প্রথমবারের মতো বিপিএলে অংশ নেওয়া রাজশাহী দলটি ইতিমধ্যেই তাদের কোচিং স্টাফের নাম ঘোষণা করেছে। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার **এজাজ আহমেদ**। পাকিস্তানের হয়ে ৬০টি টেস্ট এবং ২৫০টি ওয়ানডে খেলা এই অভিজ্ঞ ক্রিকেটার কোচিংয়েও বেশ দক্ষ।
এজাজ আহমেদ বলেন, বাংলাদেশের বিপিএল সবসময়ই উত্তেজনাপূর্ণ। তরুণদের নিয়ে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত রোমাঞ্চকর। আমি আমার অভিজ্ঞতা দিয়ে দলকে সেরাটা দিতে চেষ্টা করব।
এজাজ আহমেদের সহকারী হিসেবে থাকবেন আরেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার **রাও ইফতিখার আনজুম**। পাকিস্তান জাতীয় দলের হয়ে ৬২টি ওয়ানডে ও একটি টেস্ট খেলা এই পেসার বল হাতে নিয়েছেন ৭৮টি আন্তর্জাতিক উইকেট।
ক্রিকেট ক্যারিয়ার শেষে কোচিংয়ে বেশ নাম করেছেন ইফতিখার। পাকিস্তান ক্রিকেট বোর্ড -পিসিবির হাই পারফরম্যান্স ইউনিটে কাজ করার অভিজ্ঞতা তার রয়েছে।
রাও ইফতিখার আনজুম বলেন, ক্রিকেট মাঠে পরিকল্পনা এবং প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, তরুণরা এই বিপিএলে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে। আমাদের কাজ হবে তাদের প্রতিভা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া।
দুর্বার রাজশাহীর এই দুই পাকিস্তানি কোচের নিয়োগ ইতিমধ্যেই বিপিএলপ্রেমীদের মধ্যে আলোচনা তৈরি করেছে। তরুণ ক্রিকেটারদের বিকাশে তারা কতটা সফল হবেন, তা নিয়ে আশাবাদী রাজশাহীর ম্যানেজমেন্ট। তরুণদের নিয়ে গঠিত এই রাজশাহী দল এবার কী চমক দেখাবে, তা দেখার অপেক্ষায় থাকুন।


