বিপিএল ভক্তদের জন্য দুঃসংবাদ। সিলেট স্ট্রাইকার্সের ক্যারিবিয়ান ক্রিকেটার রাখিম কর্নওয়াল চোটের কারণে বিপিএল থেকে বিদায় নিয়েছেন।  

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রাখিম কর্নওয়াল বিপিএল খেলতে এসেছিলেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তবে চোটের কারণে শুরুর দিকে খেলতে পারেননি। পরে তিনটি ম্যাচ খেললেও ফের চোটে পড়েন। এবার আর অপেক্ষা না করে দেশে ফিরে যাচ্ছেন এই ক্যারিবিয়ান তারকা।  

দেশে ফেরার আগে সিলেট স্ট্রাইকার্সের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় কর্নওয়াল বলেন, "বিদায় বাংলাদেশ। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সিলেটে।"  

সিলেট স্ট্রাইকার্স কর্নওয়ালের বিদায় নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়ে লিখেছে,  "ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ। চোটের কারণে রাকিম কর্নওয়াল বিপিএল ছাড়ছেন।"  

৩ ম্যাচে ওপেনার হিসেবে খেললেও ব্যাট হাতে মাত্র ২২ রান করেছেন কর্নওয়াল। তবে বল হাতে নিয়েছেন ৪টি উইকেট, ছিলেন কৃপণ বোলিংয়ে।  

কর্নওয়ালের বিদায়ে সিলেট স্ট্রাইকার্সের শক্তি কমবে। তবে ভক্তরা আশা করছেন, ভবিষ্যতে আবার তাকে বিপিএলে দেখা যাবে।  

কর্নওয়ালের অভাব পূরণ করবে কে? সিলেট স্ট্রাইকার্স কি এই ধাক্কা সামলে উঠতে পারবে? 

news