“ম্যাথুসকে ‘টাইমড আউট’ করার বিতর্কিত সেই সিদ্ধান্ত নিশ্চয়ই মনে আছে? সেদিন সাকিব আল হাসান মাঠে দাঁড়িয়ে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন, শুধু দেশের হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার স্বপ্ন পূরণের জন্য। কিন্তু নিয়তির কী নির্মম পরিহাস— সেই ট্রফির দলে জায়গা হলো না এই পোস্টার বয়ের। আজ আমরা বিশ্লেষণ করব কেন সাকিব চ্যাম্পিয়নস ট্রফির দলে নেই, তার পেছনের কারণগুলো, এবং সাকিবের শেষ মুহূর্ত পর্যন্ত করা প্রচেষ্টা।”
“সাকিব আল হাসান বহুবার বলেছেন, চ্যাম্পিয়নস ট্রফি হবে তার ক্যারিয়ারের শেষ বড় আসর। সেই স্বপ্নপূরণের জন্য কী চেষ্টাই না করেছেন তিনি! কিন্তু আজ সেই স্বপ্ন ভেঙে গেছে। কেন এমন হলো?”


