পাকিস্তান সুপার লিগ -পিএসএলের দশম আসরের ড্রাফট সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে লাহোর ফোর্টে। এবারের ড্রাফটে ১৯ দেশের ৫১০ জন খেলোয়াড়ের তালিকা থাকলেও দল পেয়েছেন মাত্র ১১৬ জন। তবে বাংলাদেশিদের জন্য এবারের ড্রাফট ছিল হতাশার। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদসহ একাধিক বড় তারকা দল পাননি।

news