এলিট ফর্ম্যাটে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়ের ইতি ঘটেছে। দীর্ঘ ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেটে দেশকে গর্বিত করা বিপুল খ্যাতির অধিকারী ওপেনার তামিম ইকবাল অবশেষে বিদায় নিলেন ক্রিকেট থেকে। শুক্রবার, ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তার এই ঘোষণা দিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক, তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে গড়া অসংখ্য রেকর্ড এবং তার অবিস্মরণীয় ক্যারিয়ার সম্পর্কে।


